ঢাকাই
সিনেমার জনপ্রিয়
চিত্রনায়িকা অপু ইসলাম কে তালাকের
নোটিশ পাঠিয়েছেন
দেশের শীর্ষ
চিত্রনায়ক শাকিব খান। এর মধ্য
দিয়ে অনেক
নাটকীয়তার পর অবশেষে ভেঙেই যাচ্ছে
বাংলা চলচ্চিত্রের
জনপ্রিয় এই
জুটির বিয়ের
বন্ধন।
সোমবার (০৪/১২/২০১৭ ইং)
শাকিব খানের
পারিবার সূত্রে
এ খবর
জানা যায়।
সূত্রটি জানায়,
অপু বিশ্বাসের
বাসার ঠিকানায়
দুই দিন
আগে তালাকের
নোটিশ পাঠিয়েছেন
শাকিব খানের
আইনজীবী। সোমবার
সেই চিঠি
অপু বিশ্বাস
হাতে পাওয়ার
কথা রয়েছে।
তবে এই
তালাক কার্যকর
হবে তিন
মাস পর।
তালাকের কারণ
হিসেবে নোটিশে
উল্লেখ করা
হয়েছে- অপু
বিশ্বাস শাকিবের
পছন্দের সীমার
মধ্যে থাকেননি।
সম্প্রতি তাদের
সন্তানকে গৃহপরিচারিকার
কাছে রেখে
দেশের বাইরে
যান অপু।
অবশ্য তালাকের
নোটিশের বিষয়ে
শাকিব খান
ও অপু
বিশ্বাস কারো
মন্তব্য পাওয়া
যায়নি। শাকিবের
মোবাইল ফোনে
বেশ কয়েকবার
কল করা
হলে তার
ফোন বন্ধ
পাওয়া যায়।
২০০৮ সালের
১৮ এপ্রিল
গোপনে বিয়ে
করেন শাকিব
খান ও
অপু বিশ্বাস।
এরই মধ্যে
অপু বিশ্বাসের
কোলজুড়ে আসে
এক পুত্র
সন্তান। বিয়ের
দীর্ঘ আট
বছর পর
গত ১০
এপ্রিল বেসরকারি
একটি টেলিভিশনে
কথা বলতে
এসে সেই
পুত্রের পিতৃপরিচয়
দেশবাসীর কাছে
তুলে ধরেন
অপু বিশ্বাস।
এ সময়
শাকিব খানকে
স্ত্রী ও
তার পুত্রকে
মেনে নেওয়ার
আহ্বান জানান
অপু। এ
নিয়ে গোটা
দেশে তোলপাড়
শুরু হয়।
তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিলে শাকিব
খান স্ত্রী
অপু বিশ্বাস
ও তার
শিশু পুত্র
আব্রামকে মেনে
নেন। কিন্তু
আট বছর
আগে বিয়ের
সম্পর্ক টেলিভিশনের
মাধ্যমে জনসম্মুখে
আসলে শাকিব-অপুর সম্পর্কে
টানাপোড়েন শুরু হয়। দু'জনের
দেখাদেখি পর্যন্ত
বন্ধ হয়ে
যায়। অবশেষে
সেই সম্পর্ক
ইতি ঘটতে
যাচ্ছে আনুষ্ঠানিক
ডিভোর্সের (তালাক) মাধ্যমে ২০০৫ সালে
আমজাদ হোসেনের
'কাল সকালে'
ছবির মাধ্যমে
চলচ্চিত্রে পদার্পণ করেন অপু। তিনি
২০০৬ সালে
এফআই মানিক
পরিচালিত 'কোটি টাকার কাবিন' ছবিতে
প্রধান নায়িকা
হয়ে অভিনয়
করেন শাকিব
খানের বিপরীতে।
অপু বিশ্বাস
৭২টি ছবিতে
শাকিব খানের
বিপরীতে অভিনয়
করেছেন। যার
মধ্যে বেশির
ভাগ ছবি
ব্যবসা সফল।
Advertise
Monday, December 4, 2017

শাকিবের পাঠানো তালাকের নোটিশ পেলেন অপু!
Subscribe to:
Post Comments (Atom)
advertise
loading...
No comments:
Post a Comment