বিনোদন জগৎ

প্রতিদিনের বিনোদন আয়োজন...........

বিনোদন জগতের সর্বশেষ খবর

Wednesday, January 17, 2018

দীপংকর দীপনের নতুন ছবি “ডু অর ডাই”।

ঢালিউডে গত বছরের একটি আলোচিত ছবির নাম ছিল ‘ঢাকা অ্যাটাক’। এই ব্যবসায়িক সফলতা পাওয়া ছবিটি নির্মাণ করেন দীপংকর দীপন। এরই ধারাবাহিকতায় তিনি এবার তার নতুন ছবির নাম ঘোষনা করেন। তার নতুন ছবির নাম হবে “ডু অর ডাই”। মুক্তিযুদ্ধের অবিশ্বাস্য ও দু:সাহসিক ‘অপারেশন কিলো ফ্লাইট’ এর বীর নায়কদের অন্যতম একজন ছিলেন কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, বীর উত্তম। মূলত তার জীবনের নানা নাটকীয় ঘটনা ‘ডু অর ডাই’ ছবির কাহিনীতে থাকবে বলে জানান ছবির নির্মাতা দীপংকর দীপন। অপারেশন কিলো ফ্লাইটের অধিনায়ক বীর নায়কদের উপস্থিতিতে অনুষ্ঠানে নতুন এ ছবির কনসেপ্ট পোস্টার উন্মোচনের মাধ্যমে এ ছবির নাম ঘোষণা দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে পরিচালক দীপংকর দীপন বলেন, অপারেশন কিলো ফ্লাইটের মতো একটি গুরুত্বপূর্ণ অপারেশন সম্পর্কে দেশের মানুষকে জানানোর উদ্দেশ্যেই এই ছবি নির্মাণ করতে যাচ্ছি। বর্তমানে ছবিটির চিত্রনাট্য নির্মাণের কাজ চলছে। নায়ক-নায়িকার নাম এখনও জানাননি এই নির্মাতা। তবে দীপংকর দীপন জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মুম্বাইয়ের শিল্পীদের ক্রমান্বয়ে এই ছবিতে সম্পৃক্ত করার পরিকল্পনা আছে। এ বছরের নভেম্বর মাসে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে এর শুটিং শুরু হবে। ২০১৯ সালে ছবিটি মুক্তি পাবে বলে জানান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান থ্রি হুইলার্স লিমিটেড।

No comments:

Post a Comment

loading...