বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের জন্মদিনে বাংলাদেশি এক ভক্তের উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন । গত ৫ জানুয়ারি ৩২তম জন্মদিন উপলক্ষে পাওয়া এমন ভালোবাসার উপহার এই অভিনেত্রী আর কখনও পাননি বলেও টুইটার বার্তায় জানিয়েছেন তিনি। দীপিকার ভক্তদের নিয়ে গড়ে ওঠা আরব ফ্যান ক্লাবের সদস্যদের চাঁদায় ব্রাহ্মণবাড়িয়ার রাধানগর গ্রামে এক ভক্ত তৈরি করেছেন বিশুদ্ধ খাবার পানির একটি নলকূপ।
লাল সিমেন্টে বাঁধানো টিউওয়েল পাড়ে যত্ন করে গাঁথা হয়েছে দীপিকার নামাঙ্কিত ফলকও সোমবার টুইটে এ প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে ‘পদ্মাবতী’খ্যাত তারকা লেখেন, ‘পৃথিবীকে একটি সুন্দর ও সুখী স্থান বানানোর জন্য আপনাদের এই মহৎ অবদান আমার হৃদয় ছুঁয়ে গেছে। জন্মদিনে এর চেয়ে সেরা উপহার আর কী হতে পারে! আপনাদের প্রতি আমার অশেষ ভালোবাসা। আপনাদের নিয়ে আমার গর্ব হচ্ছে।’ টিউবওয়েলটির পাশে সাদা পাথরে নামফলকে আরবি হরফে শুভেচ্ছাবাণী লেখা হয়েছে। দীপিকার দীর্ঘায়ু কামনাও করা হয়েছে এতে।
টিউবওয়েলটি গ্রামের মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আরব ফ্যান ক্লাবের এক টুইট বার্তায় টিউবওয়েলের ছবি শেয়ার করে বলা হয়, “দীপিকার জন্মদিনে আমাদের পক্ষ থেকে তার জন্য এটি আমাদের উপহার। আশা করি তিনি এটি পছন্দ করবেন। শুভ জন্মদিন দীপিকা পাড়ুকোন।”
লাল সিমেন্টে বাঁধানো টিউওয়েল পাড়ে যত্ন করে গাঁথা হয়েছে দীপিকার নামাঙ্কিত ফলকও সোমবার টুইটে এ প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে ‘পদ্মাবতী’খ্যাত তারকা লেখেন, ‘পৃথিবীকে একটি সুন্দর ও সুখী স্থান বানানোর জন্য আপনাদের এই মহৎ অবদান আমার হৃদয় ছুঁয়ে গেছে। জন্মদিনে এর চেয়ে সেরা উপহার আর কী হতে পারে! আপনাদের প্রতি আমার অশেষ ভালোবাসা। আপনাদের নিয়ে আমার গর্ব হচ্ছে।’ টিউবওয়েলটির পাশে সাদা পাথরে নামফলকে আরবি হরফে শুভেচ্ছাবাণী লেখা হয়েছে। দীপিকার দীর্ঘায়ু কামনাও করা হয়েছে এতে।
টিউবওয়েলটি গ্রামের মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আরব ফ্যান ক্লাবের এক টুইট বার্তায় টিউবওয়েলের ছবি শেয়ার করে বলা হয়, “দীপিকার জন্মদিনে আমাদের পক্ষ থেকে তার জন্য এটি আমাদের উপহার। আশা করি তিনি এটি পছন্দ করবেন। শুভ জন্মদিন দীপিকা পাড়ুকোন।”
No comments:
Post a Comment