নতুন এক খবরে তোলপাড় পুরো বলিউড ইন্ডাট্রিজ। ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে নতুন অবিশ্বাস্য এক তথ্য উঠে এসেছে। অন্ধ্র প্রদেশের এক যুবক দাবি করেছেন, শুধু আরাধ্যাই নয়। ঐশ্বর্যের রয়েছে আরও এক সন্তান। আর তিনিই সেই সন্তান। যুবকটির নাম সংগীত কুমার। তার বয়স ২৯ বছর। ঐশ্বর্য রাই ১৯৯৪ সালে যখন মিস ওয়ার্ল্ড বিজয়ী হয়েছিলেন। তখন তার বয়স ছিল ২১ বছর। ছেলেটির দাবি, মিস ওয়ার্ল্ড হওয়ার ৬ বছর আগেই নাকি ঐশ্বর্য রাই এর কোলে তিনি জন্ম নেন। সংগীতের কথায়, ১৯৮৮ সালে আইভিএফ-এর মাধ্যমে উনি আমার জন্ম দেন। গত ২৭ বছর ধরে আমি আশ্রমে বড় হয়েছি। এক ও দু’বছর বয়সে মুম্বইতে ঠাকুমা কৃষ্ণরাজ রাইয়ের কাছে থাকতাম আমি। ২০১৭-র এপ্রিল মাসে মারা যান ঠাকুমা। আমার কাকার নাম আদিত্য রাই। বচ্চন বধূকে শুধু মা দাবি করেই ক্ষান্ত হননি সংগীত কুমার। তার আরও দাবি ঐশ্বর্য এখন অভিষেক বচ্চনের সঙ্গে থাকেন না। তাই তিনি চান যে ম্যাঙ্গালুরুতে তার সঙ্গে এসে তিনি থাকুন। একটি সংবাদ মাধ্যমের কাছে সংগীত বলেন, ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে আমার মার বিয়ে হয়। কিন্তু এখন মা একা থাকেন। আমি তাই চাই মা আমার সঙ্গে এসে থাকুন। আমি ২৭ বছর ধরে পরিবারের থেকে বিচ্ছিন্ন। আমি মাকে খুব মিস করি। কিন্তু এতকিছু দাবি করলেও, সংগীতের কাছে কোনো প্রামাণ্য নথিপত্র নেই। তিনি জানিয়েছেন, আত্মীয়দের ষড়যন্ত্রের কারণেই ‘মা’ ঐশ্বর্য থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তার পরে সঠিক কোনো তথ্য না পাওয়ায় মা-র সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তিনি।
Advertise
Wednesday, January 3, 2018
Subscribe to:
Post Comments (Atom)
advertise
loading...
No comments:
Post a Comment