বিনোদন জগৎ

প্রতিদিনের বিনোদন আয়োজন...........

বিনোদন জগতের সর্বশেষ খবর

Tuesday, January 2, 2018

ইউটিউব মাতাচ্ছে মেহজাবীন-জোভান জুটির নাটক “তোমার জন্য মন” (ভিডিও সহ) !

মেহজাবীন-জোভান জুটির নতুন নাটক ‘তোমার জন্য মন’ ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মাত্র ১ সপ্তাহে এটি ১ মিলিয়নেরও বেশি দর্শক নাটকটি দেখেছেন। নাটকটি দেখে সবাই ইউটিউবে ব্যাপক প্রসংশাও করেছেন। অনেকেই মনে করেন ‘তোমার জন্য মন’ নাটকটি মেহজাবীন-জোভান জুটির সেরা নাটক। যে হারে দর্শক নাটকটি ইউটিউবে দেখছেন তাতে মনে হয় নাটকটি ‘বড় ছেলে’নাটকটিকে ছাড়িয়ে যাবে। ‘তোমার জন্য মন’ নাটকটি ২৫শে ডিসেম্বর বড়দিনে আরটিভিতে প্রচারিত হয়েছিল। প্রচারের পরপরই নাটকটি ইউটিউবে আপলোড করা হয়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, জোভান, আনন্দ খালেদ, পাভেল ইসলাম, লতা প্রমুখ। ‘তোমার জন্য মন’ নাটকটি একই ইউনিভার্সিটির দু’জন ছাত্র-ছাত্রীর মধ্যকার প্রেমের গল্প নিয়েই নির্মিত হয়েছে। নাটকটির অন্যতম আকর্ষন হলো এর থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত ছবির গান ‘ও আমার বন্ধু গো’। গানটিকে শুধু নাটকটির জন্যই নতুন করে রেকর্ড করা হয়েছে। নাটকটি দেখতে ক্লিক করুন ঃ-

No comments:

Post a Comment

loading...