বিনোদন জগৎ

প্রতিদিনের বিনোদন আয়োজন...........

বিনোদন জগতের সর্বশেষ খবর

Saturday, January 6, 2018

গান গাইতে পারছেন না শাকিরা !

শাকিরা ভক্তদের জন্য দুঃসংবাদ। গান গাইতে পারছেন না এ তারকা। তাই কিছু দিন বিরতিতে যাচ্ছেন। গলায় মারাত্মক ইনজুরি হওয়ায় তিনি গান গাওয়া থেকে বিরত রয়েছেন। এ ইনজুরির কারণে আপাতত সব ধরনের কনসার্ট বাতিল করেছেন এ সঙ্গীত তারকা। থার্টি ফার্স্ট ও নতুন বছর উদযাপন উপলক্ষে বেশ কিছু কনসার্টে তার অংশ নেয়ার কথা ছিল কিন্তু সেটা আর সম্ভব হয়নি। জুনের পর থেকে আবারও পুরোদমে শুরু হবে শাকিরার ওয়ার্ল্ড ট্যুর মিশন।

No comments:

Post a Comment

loading...