বিনোদন জগৎ

প্রতিদিনের বিনোদন আয়োজন...........

বিনোদন জগতের সর্বশেষ খবর

Thursday, January 4, 2018

শুরু হতে যাচ্ছে ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার’।

দীর্ঘ তিন বছর পর আবারো এ বছরে শুরু হচ্ছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান লাক্স-চ্যানেল আই সুপারস্টার। সবশেষ ২০১৪ সালে হয়েছিল এই অনুষ্ঠান। সেইবার বিজয়ী মুকুট জিতেন নাদিয়া আফরিন মিম। তবে আগের বার লাক্স চ্যানেল আই সুপারস্টার নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও এবার নামটা একটু বদলে দেয়া হয়েছে। এবার এ অনুষ্ঠানের নাম থাকবে ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার’। গতকাল ০৩/০১/২০১৮ ইং তারিখে রাজধানীর ওয়েস্টিন ঢাকার গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি বলেন, “এই প্রতিযোগিতায় শুধু সুন্দর মুখ নয়, যে মেয়েটির প্রতিভা, আত্মবিশ্বাস, দৃঢতা, পরিশ্রম ও প্রত্যয় সকলকে স্পর্শ করবে এমন একটি মেয়েকে বিচারকরা খুঁজে বের করবেন। এবারের অনুষ্ঠানের থিম হচ্ছে ‘দেখিয়ে দাও অদেখা তোমায়’। আর এবারের প্রতিযোগিতায় মূল বিচারক হিসেবে থাকবেন সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান এবং আরিফিন শুভ।” এবারই প্রথমবারের মতো আরিফিন শুভ বিচারকের আসনে বসতে যাচ্ছেন। শুভ বলেন, “এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য ইউনিলিভার, এশিয়াটিক ও চ্যানেল আইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। লাক্স তারকাদের সঙ্গে পর্দায় কাজ হয়েছে আমার। এবার এমন একটি জনপ্রিয় প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করতে যাচ্ছি। তাই অভিজ্ঞতা সত্যিই ভিন্ন রকম।” 

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা LuxBangladesh-এর ফেসবুক পেইজ অথবা ওয়েবসাইট www.luxsuperstar.com-এ খুব সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এবারের লাক্স সুপারস্টার ক্রাউন জয়ী পাবেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও ৫ লাখ টাকা। পাশাপাশি ক্রাউনজয়ী বাংলাদেশে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইউনিলিভারের ব্র্যান্ড কমিউনিকেশনে পারফর্ম করবেন। শীর্ষস্থানীয় বিউটি ম্যাগাজিনগুলোতে কাভার গার্ল হওয়ার সুযোগের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্সও পাবেন নতুন সুপারস্টার। এছাড়া চ্যানেল আইর পক্ষ থেকে থাকছে ইমপ্রেস টেলিফিল্ম নির্মিত চলচ্চিত্রে প্রধান চরিত্রে এবং চ্যানেল আইর বিশেষ নাটকে অভিনয়ের সুযোগ। 

প্রথম রানার আপের জন্য থাকছে ৪ লাখ টাকার নগদ অর্থ এবং দ্বিতীয় রানার আপের ৩ লাখ টাকার নগদ অর্থের পাশাপাশি ইউনিলিভারের ব্র্যান্ড কমিউনিকেশনসে পারফর্ম করার সুযোগ, শীর্ষস্থানীয় বিউটি ম্যাগাজিনগুলোর কাভার গার্ল হওয়ার সুযোগের পাশাপাশি বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্সের সুযোগ থাকবে। অনুষ্ঠানে আরো ছিলেন লাক্স তারকা শানু, বাঁধন, মিমসহ অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মারিয়া নূর।

No comments:

Post a Comment

loading...