সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৯ জন প্রতিযোগী এবং নানা ধরনের টাস্কের পর অবশেষে বিগ বস ১১ পেল তার এই মৌসুমের চ্যাম্পিয়নকে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ‘ভাবিজি ঘর পর হ্যায়’র শিল্পা শিন্ডের হাতে বিগ বস ১১-র ট্রফি তুলে দিলেন সালমান খান। শুধু ট্রফি নয়, শিল্পা পেয়েছেন ৪৪ লাখ টাকা পুরস্কার এবং অসংখ্য ফ্যানের ভালবাসা। গত রবিবার রাতে পুরস্কার জয়ের পর ফ্যানেদের ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী। বিগ বস মানেই বিতর্ক। টেলিভিশনের এই বিতর্কিত অথচ জনপ্রিয় শো-র বিজয়িনী হয়ে স্বাভাবিকভাবেই খুশি শিল্পা। সালমান খান বলেন, কোনও রকম স্ট্র্যাটেজি ছাড়াই বিগ বস ১১-এ ছিলেন শিল্পা। তার বুদ্ধি এবং জনপ্রিয়তায় বিগ বসের সবার প্রিয় হয়ে উঠেছিলেন শিল্পা। শিল্পার সঙ্গে শেষ পর্যন্ত লড়াইতে টিকে ছিলেন টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। হিনা সবচেয়ে বেশি জনপ্রিয় ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের জন্য। বিগ বসের আগে অবশ্য ‘খতরো কে খিলাড়ি’ রিয়্যালিটি শো-তে বিজয়ী হয়েছিলেন হিনা। রোববার গ্রান্ড ফিনালের আয়োজনও হয়েছিল বেশ বড় করেই। শো-এর সঞ্চালক সালমান খানের পারফরম্যান্সের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন অক্ষয় কুমার। বিগ বস ১১-র বাকি প্রতিযোগীরাও এ দিন উপস্থিত হয়েছিলেন। তারাও এ দিন পারফর্ম করেছেন।
Advertise
Wednesday, January 17, 2018

বিগ বস ১১ চ্যাম্পিয়ন হলো ‘ভাবিজি’ খ্যাত শিল্পা !
Subscribe to:
Post Comments (Atom)
advertise
loading...
No comments:
Post a Comment