বিনোদন জগৎ

প্রতিদিনের বিনোদন আয়োজন...........

বিনোদন জগতের সর্বশেষ খবর

Wednesday, January 3, 2018

তিন খানের ২০১৮ সালে যে সব ছবি মুক্তি পাবে।

শাহরুখ, সালমান ও আমির বলিউডে সফলতার শীর্ষে তিন খান। এদের একেক জনের ছবির প্রতীক্ষায় থাকেন ভারতসহ বিশ্বের অনেক দেশের মানুষ। তাই নতুন বছর আসতেই আলোচনা শুরু হয়ে গেছে এই তিন তারকার কোন কোন ছবি ২০১৮ সালে মুক্তি পাবে। আপাতত যে খবর হলো তাতে দেখা যাচ্ছে চলতি বছর একমাত্র হোলি ছাড়া নতুন বছরের বাকি সব উৎসবেই রয়েছে তিন খানের কোনো না কোনো একজনের ছবি। বলিউডের খবর হলো ২০১৮ সালের কোন ঈদে (কোন ঈদ নির্দিষ্ট করা হয়নি) মুক্তি পাবে সালমান খানের রেস-৩। দীপাবলীতে আমির খানের 'থাগস অব দ্য হিন্দুস্তান'। আর বড়দিনে মুক্তি পাবে শাহরুখ খানের 'জিরো'

No comments:

Post a Comment

loading...