সকল জল্পনা কল্পনার পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপার স্টার রজনীকান্ত। গত ২৬/১২/২০১৭ইং মঙ্গলবার চেন্নাইতে ভক্তদের সঙ্গে ৬ দিনের এক সাক্ষাতকার অনুষ্ঠানের উদ্বোধন করেন রজনীকান্ত। সেখানেই তিনি ঘোষণা দেন যে, আগামী ৩১ ডিসেম্বর তিনি তাঁর রাজনীতিতে আসার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করবেন। চেন্নাইতে রজনীকান্ত ভক্তদের সঙ্গে সাক্ষাত অনুষ্ঠান চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। রজনীর বক্তব্যকে উদ্ধৃত করে এএনআইয়ের টুইটে বলা হয়, 'আমি রাজনীতিতে নতুন নই। রাজনীতির জয়ের পথে প্রবেশে আমি দেরি করেছি, আগামী ৩১ ডিসেম্বর আমি এ নিয়ে ঘোষণা দিব।' রজনীকান্তের রাজনীতিতে আসা নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা কল্পনা চলছে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে এমনও শোনা গিয়েছিল যে, তাঁর রাষ্ট্রপতি পদেও প্রার্থী করা হতে পারে। বিজেপির পক্ষ থেকে তাঁকে গেরুয়া শিবিরে যোগ দেওয়ারও আমন্ত্রণ জানানো হয়।

কিন্তু কারও আমন্ত্রনেও এখনও পর্যন্ত তিনি সাড়া দেননি। রাজনৈতিক মহলে এমনও সংবাদ ছিল যে নতুন কোনও দল নিয়েও আত্মপ্রকাশ করতে পারেন থালাইভা খ্যাত রজনীকান্ত। এর আগে রজনীকান্তের ঘনিষ্ঠ বন্ধু তামিলারুভি মানিয়ান গত সপ্তাহে রজনীর রাজনীতিতে যোগ দেওয়া কথা বলেন। তিনি এও জানিয়ে ছিলেন যে, আগামী ২৬-৩১ ডিসেম্বরের মধ্যে রজনীকান্ত তাঁর রাজনীতিতে আসার কথা ঘোষনা দিয়ে জানিয়ে দেবেন।
(দেখুন তার বক্তব্য)
No comments:
Post a Comment