ইন্ডিয়ার ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। 'বিসর্জন’ সিনেমার জন্য তিনি এই সম্মাননা পেলেন। তিনি হয়েছেন সেরা অভিনেত্রী আর ‘বিসর্জন’ ছবিটি পেয়েছে সেরা ছবির পুরস্কার। তামিল ভাষার চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারি গত ১৯-১২-২০১৭ ইং মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে বিকে গ্রাউন্ডসে জয়ার হাতে পুরস্কার তুলে দেন। এমন পুরস্কার প্রাপ্তিতে জয়া কলকাতার নির্মাতা কৌশিক গাঙ্গুলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসাথে টিম মেম্বারদেরও ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী। নায়িকা হিসেবে টলিউডে বছরের সেরা দুটি নাম জয়া আহসান ও সোহিনী সরকার। কলকাতায় এ বছর জয়া আহসানের গুরুত্বপূর্ণ সিনেমা ‘বিসর্জন’। এতে জয়া তার দাপট দেখিয়েছেন। যা এ বছর কলকাতার অন্য কোনো নায়িকা দেখাতে পারেননি বলে মনে করছেন টলিউডের চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এই সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে ইফিতি স্কিনিং, পাশাপাশি শহুরে দর্শকরাও সিনেমাটি দেখতে উপচে পড়েছিলেন প্রেক্ষাগৃহে। এ বছর তার ‘বিসর্জন’ সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। এছাড়া এই সিনেমার জন্য ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড (আইবিএফএ) ২০১৭-এর সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন জয়া আহসান।
Advertise
Wednesday, December 20, 2017

জয়া এবার পেলেন ‘জি সিনে অ্যাওয়ার্ডস’।
You May Also Like
- 'বিসর্জন’
জয়া এবার পেলেন ‘জি সিনে অ্যাওয়ার্ডস’।Dec 20, 2017
Newer Article
বিজেপি নেতার তোপের মুখে বিরাট-আনুশকা।
Older Article
স্টার জলসার “গোপাল ভাঁড়” পশ্চিমবঙ্গের শীর্ষে!
Labels:
‘জি সিনে অ্যাওয়ার্ডস’,
'বিসর্জন’,
জয়া আহসান
Subscribe to:
Post Comments (Atom)
advertise
loading...
No comments:
Post a Comment