পশ্চিমবঙ্গের টিভি সিরিয়ালের ইতিহাসে যা আগে ঘটেনি সেটাই করে দেখালো স্টার জলসা চ্যানেলে প্রচারিত কমেডি সিরিয়াল “গোপাল ভাঁড়”। ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) প্রযোজিত এ ধারাবাহিক টি শুরু হওয়ার মাত্র দশদিনের মাথাতেই টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) অনুযায়ী বাকি সব ধারাবাহিককে পিছনে ফেলে শীর্ষস্থান অধিকার করেছে বলেও দাবি করেছে এসভিএফ। ভেঙ্কটেশ ফিল্মস তাদের অফিসিয়াল টুইটার বার্তায় জানিয়েছে যে, “ট্রেলার সামনে আসার পর থেকেই এই ভিন্ন স্বাদের ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল উচ্চাকাঙ্ক্ষা। মানুষের প্রত্যাশা কতাটা পূরণ করতে পারবে “গোপাল ভাঁড়”, সে বিষয়ে 'ভয়' ছিল ভেঙ্কটেশের কিন্তু স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত ধারাবাহিক 'গোপাল ভাঁড়' সবাইকে হাসিয়ে সমস্ত রেকর্ড চুরমার করে দিয়ে সেরার শিরোপা দখল করে নিয়েছে।” এই সিরিয়ালে নাম ভূমিকায় শিশু অভিনেতা রক্তিমের কাজ অনেকেরই মন জয় করেছে। গোপাল ভাঁড়ের চরিত্রে রক্তিমকে পছন্দ করছে প্রায় সব বয়সেরই দর্শক। টেলিসম্মান জয়ী এই পরিচালকের পূর্বের জনপ্রিয় সিরিয়াল গুলি হলো 'রাগে-অনুরাগে', 'ভুতু', 'পটলকুমার গানওয়ালা', 'গোয়েন্দা গিন্নি'। এবার সেই তালিকায় নতুন যুক্ত হলো যোগ হল “গোপাল ভাঁড়” সিরিয়ালটিও।
Advertise
Friday, December 15, 2017

স্টার জলসার “গোপাল ভাঁড়” পশ্চিমবঙ্গের শীর্ষে!
You May Also Like
- স্টার জলসা
স্টার জলসার “গোপাল ভাঁড়” পশ্চিমবঙ্গের শীর্ষে!Dec 15, 2017
Labels:
“গোপাল ভাঁড়”,
স্টার জলসা
Subscribe to:
Post Comments (Atom)
advertise
loading...
No comments:
Post a Comment