বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান অনেক দিন থেকেই সাফল্য পাচ্ছিলেন না। তার অভিনীত বেশ কয়েকটি ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি বলে অনেকেই বলাবলি করেছেন, বিয়ের পর থেকেই বিদ্যা সফলতার দেখা পাচ্ছেন না। অন্য অনেক নায়িকাদের মতো বিয়ের পর তারও বুঝি ক্যারিয়ার এ পর্যন্তই শেষ! কিন্তু না। ঘুরে দাঁড়িয়েছেন বিদ্যা। তার অভিনীত ‘তুমহারি সুলু’ দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। তিনি এ ছবিতে অভিনয়ের জাদুই ছড়িয়েছেন। ছবিটি অনেক ব্যবসায়িক সফলতাও পেয়েছে। ১৭ কোটি রুপী বাজেটের এই ছবিটি এরই মধ্যে ব্যবসা করেছে ৩২ কোটি রুপি। শুধু তাই নয়, বিদ্যা প্রশংসা পাচ্ছেন সাধারণ দর্শক থেকে শুরু করে তার কট্টর সমালোচকদেরও। সুরেশ ত্রিভেনী পরিচালিত এ ছবিতে বিদ্যা একজন রেডিও জকির ভূমিকায় অভিনয় করেছেন। এটিও একটি নারীপ্রধান চরিত্রের গল্প নিয়ে তৈরি সিনেমা। এর মাধ্যমে নারীপ্রধান ছবিও অনেক সময় পর ভালো ব্যবসা করলো বলিউড বক্স অফিসে। বিষয়টি নিয়ে আনন্দিত বিদ্যা বলেন, “নারীপ্রধান ছবি আবার ভালো ব্যবসা করেছে, এটা আমার খুশির বড় কারণ। আমি বেশ কয়েকটি নারীপ্রধান ছবিতে কাজ করেছি। তার অধিকাংশই দর্শক গ্রহণ করেছেন। তবে বিয়ের পর থেকে সমালোচকেরা যেভাবে অভিযোগের তীর ছুরছিল আমার দিকে, বিয়ের পর নাকি আমার ছবি ব্যবসা করছে না। ‘তুমহারি সুলু’হলো সেইসব সমালোচকদেরই দাঁতভাঙ্গা জবাব।”
Advertise
Thursday, December 14, 2017

সমালোচকদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন বিদ্যা বালান!
You May Also Like
- বিদ্যা বালান
সমালোচকদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন বিদ্যা বালান!Dec 14, 2017
- 'তুমহারি সুলু'
বিদ্যার শরীর নিয়ে মন্তব্যে করায় ক্ষুব্ধ!Dec 04, 2017
Labels:
‘তুমহারি সুলু’,
বিদ্যা বালান
Subscribe to:
Post Comments (Atom)
advertise
loading...
No comments:
Post a Comment