ঢাকাই ছবির তারকা দম্পতি শাকিব খান-অপু ইসলাম বিবাহ বিচ্ছেদের বিষয়টি এখন চলচ্চিত্রাঙ্গনসহ সকলের মুখে মুখে। বিষয়টি নিয়ে মানুষ চায়ের কাপে যেমন ঝড় তুলেছে, তেমনি বিভিন্ন মহলেও আলোচিত হচ্ছে। নানারকম মানুষ নানারকম মন্তব্য করছেন। সাধারণ মানুষের মতো বিষয়টি নিয়ে ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও মর্মাহত হয়েছেন। এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘শাকিব-অপু সিনেমার মতো বাস্তবেও জুটি বেঁধেছে। এটা আমাদের সবার কাছেই ভালো লাগছিল। এখন শুনছি তাদের সংসারে ভাঙন ধরেছে, সেটা শুনেও আমাদের খারাপ লাগছে। তা ছাড়া ওদের ঘরে একটা ফুটফুটে সন্তান রয়েছে। জয়ের মতো সন্তান থাকতে আর কিসের সমস্যা থাকে? ওদের মধ্যে কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি থাকলে তা নিজেদেরই সমাধান করে ফেলা উচিত। ওদের সন্তানের কথা চিন্তা করে হলেও এ ধরণের সিদ্ধান্ত থেকে ফিরে আসা উচিত।’ কয়েক দিন আগে শাকিব খান অপু ইসলামের কাছে ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন। গত মঙ্গলবার অপু ডিভোর্স লেটারটি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। দীর্ঘ আট বছর গোপনে এই দম্পত্তি সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাহাম খান জয়। প্রায় বছর খানেক আগে অপু ইসলাম সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। এরপর থেকেই শাকিব-অপুর সম্পর্কটা ভালো যাচ্ছিল না।
Advertise
Wednesday, December 13, 2017

শাকিব খান-অপু ইসলামের ডিভোর্স নিয়ে এবার মুখ খুললেন শাবনূর!
Subscribe to:
Post Comments (Atom)
advertise
loading...
No comments:
Post a Comment