আলোচিত তারাকা জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মার রাজকীয় বিয়ে নিয়ে এবার ক্ষুব্ধ পুনের বিজেপি বিধায়ক পান্নালাল সাক্য। বিরাট-আনুশকার আলোচিত বিয়ে যখন তামাম দুনিয়ায় আলোচনার শীর্ষে, তখন ইতালিতে গিয়ে বিয়ে করার জন্য পুনের এই বিজেপি বিধায়ক নজিরবিহীন ভাবে আক্রমণ করল বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। তার প্রশ্ন, বিরাট-আনুশকা এদেশে আয় করে, খ্যাতি অর্জন করে কেন ইতালিতে গিয়ে বিয়ে করল? এরা দেশের টাকা বিদেশে নিয়ে চলে যাচ্ছে। তার কথায়, “এদেশে ধৃতরাস্ট্রের বিয়ে হয়েছে, বিক্রমাদিত্যের বিয়ে হয়েছে, রাম ও কৃষ্ণের বিয়ে হয়েছে। বিরাট-আনুশকাও এখানে বিয়ে করতে পারত। আমরা কেউ বিদেশে গিয়ে বিয়ে করিনি। বিরাট-আনুশকা এদেশে নাম-যশ উপার্জন করল, আর সব নিয়ে গেল বিদেশে”। উল্লেখ্য, বহু প্রতীক্ষার পর গত ১১ ডিসেম্বর অনেকটা চুপিসারেই ইতালির তাসকানিতে বিয়ের কাজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন চলচিত্র ও খেলার জগতের দুই মেগাস্টার আনুশকা শর্মা ও বিরাট কোহলি। বিয়েতে শুধু উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা। হানিমুনে বর্তমানে ফিনল্যান্ডে রয়েছেন এ নবদম্পতি। সেখান থেকে ফিরে আগামী ২৬ ডিসেম্বর মুম্বাইতে হবে তাদের বিয়ে পরবর্তী গ্র্যান্ড রিসেপশন।
Advertise
Wednesday, December 20, 2017

বিজেপি নেতার তোপের মুখে বিরাট-আনুশকা।
You May Also Like
- আনুশকা শর্মা
- আনুশকা শর্মা
বিজেপি নেতার তোপের মুখে বিরাট-আনুশকা।Dec 20, 2017
- আনুশকা শর্মা
- আনুশকা শর্মা
আনুশকা বিরাটের আগে কার সঙ্গিনী হতে চেয়েছিল?Dec 10, 2017
Newer Article
“টয়লেট” দেখে মুগ্ধ হলেন বিল গেটস!
Older Article
জয়া এবার পেলেন ‘জি সিনে অ্যাওয়ার্ডস’।
Labels:
আনুশকা শর্মা,
বিরাট কোহালি
Subscribe to:
Post Comments (Atom)
advertise
loading...
No comments:
Post a Comment