সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড অভিনেত্রীদের খোলামেলা ছবি পোস্ট করে উত্তাপ ছড়ানো যেন এখন একটি নিয়মে পরিণত হয়েছে। শুধু কি খোলামেলা! অনেকে আবার নগ্ন হয়েও ছবি পোস্ট করছেন। সম্প্রতি এষা গুপ্তা, নার্গিস ফাকরিসহ বেশ কজন অভিনেত্রী ইনস্টাগ্রামে নগ্ন ছবি পোস্ট করে বিতর্কিত হয়েছিলেন। এবার তারই ধারাবাহিকতায় নগ্ন ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনা ও তোপের মুখে পড়লেন শ্রুতি হাসান। সম্প্রতি নিজের একটি নগ্ন ছবি এই অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ঐ ছবিতে তার পরণে কোনো সুতাও ছিল না। সম্পূর্ণ নগ্ন হয়ে কেবল হাত দিয়ে নিজের গোপন অঙ্গ ধরে রেখেছিলেন তিনি। সেখানে ক্যাপশনে তিনি লিখেন, “যখন আমি সুপারহট!” তার বেপরোয়া কান্ডের বিষয় নিয়ে ফলাও করে সংবাদমাধ্যমগুলোও প্রচার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন শ্রুতির এমন ছবি প্রচার করার কোন মানেই নেই শুধুমাত্র আলোচনায় আসার জন্যই এমনটা করা।
Advertise
Thursday, December 14, 2017

বেপরোয়া শ্রুতি হাসান!
You May Also Like
- শ্রুতি হাসান
বেপরোয়া শ্রুতি হাসান!Dec 14, 2017
Newer Article
স্টার জলসার “গোপাল ভাঁড়” পশ্চিমবঙ্গের শীর্ষে!
Older Article
সমালোচকদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন বিদ্যা বালান!
Labels:
শ্রুতি হাসান
Subscribe to:
Post Comments (Atom)
advertise
loading...
No comments:
Post a Comment