বিনোদন জগৎ

প্রতিদিনের বিনোদন আয়োজন...........

বিনোদন জগতের সর্বশেষ খবর

Monday, December 11, 2017

যৌন হেনস্থার শিকার হয়ে কাঁদলেন ‘দঙ্গল’ কন্যা অভিনেত্রী জায়রা ওয়াসিম! (ভিডিও সহ)

বিমানের মধ্যে শ্লীলতাহানির শিকার হয়ে অঝোরে কাঁদলেন ‘দঙ্গল’ কন্যা অভিনেত্রী জায়রা ওয়াসিম। ঘটনাটি ঘটেছে গত ০৯/১২/২০১৭ ইং শনিবার রাতে ভিস্তারার বিমানের মধ্যে শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ তাঁর। ঘটনার পর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন জায়রা। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এটা হতে পারে না। ভয়ঙ্কর। কেউ আমাকে সাহায্য করেননি।’ তাঁর প্রশ্ন, ‘এভাবে আপনারা মহিলাদের সুরক্ষা দেন? এই অভিনেত্রী অভিযোগ করেন, বিমানের একজন যাত্রী তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন। ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন জায়রা। তিনি জানান, বিমানে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সে সময় ওই ব্যক্তি তাঁর গলা চেপে ধরে খারাপ উদ্দেশ্যে শরীরে হাত দেয়ার চেষ্টা করেন। এই সময় তিনি চিৎকার করে বিমানের কেবিন ক্রুদের ডাকার চেষ্টা করেন। কিন্তু তারা তাঁকে সহযোগিতা করতে আসেননি বলেও অভিযোগ করা হয়। জায়রা জানিয়েছেন, ওই ব্যক্তির ছবি তুলে রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু বিমানের স্বল্প আলোয় তা সম্ভব হয়নি পরে বিমান থেকে নেমে গোটা ঘটনার একটি ভিডিও শেয়ার করেন ‘দঙ্গল’-খ্যাত অভিনেত্রী। তিনি বলেন, ‘বিমানের ঘটনার পর এখনও আতঙ্কিত’। এদিকে সংশ্লিষ্ট বিমান সংস্থা ভিস্তারার পক্ষ থেকে দাবি করা হয়েছে, একমাত্র বিমান অবতরণের সময় অভিযুক্ত সহযাত্রীর ওপর চিৎকার করে ওঠের জায়রা ওয়াসিম। সেই সময় কেবিন ক্রুরা নিয়ম অনুযায়ী প্রত্যেকে যে যার আসনে বসা ছিলেন। নিয়ম অনুযায়ী, অবতরণের সময় বিমানের মধ্যে চলাফেরা করা যায় না। সেই কারণেই কেবিন ক্রুরা নিজেদের আসন ছেড়ে উঠে যেতে পারেননি বলে জানিয়েছে ভিস্তারা। সংবাদ সংস্থা এএনআইকে ভিস্তারা জানিয়েছে, বিমান থেকে নামার পর জায়রাকে ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসা করেন কেবিন ক্রুরা। জানতে চান, জায়রা ওয়াসিম ও তার মা এই ঘটনায় কোনও অভিযোগ দাখিল করতে চান কিনা। কিন্তু অভিযোগ দাখিল করার বিষয়টি তখন জায়রা ওয়াসিম এড়িয়ে যান বলে দাবি ভিস্তারার। এদিকে হোটেলে গিয়ে অভিনেত্রীর জবানবন্দী রেকর্ড করে মুম্বাই পুলিশ। একইসঙ্গে সংশ্লিষ্ট বিমান সংস্থা ভিস্তারার কাছে নোটিশ পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে। অবিলম্বে অভিযুক্ত যাত্রীর নাম প্রকাশেরও দাবি করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তাছাড়া ভিস্তারার কাছে অসামরিক বিমান পরিবহন দপ্তর ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বলেও জানা যায়। এ ঘটনা প্রকাশ্যে আসার পর আলোড়ন শুরু হয়েছে বিভিন্ন মহলে। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন বলিউড মহল।
(ভিডিও টি দেখুন)

No comments:

Post a Comment

loading...