বিনোদন জগৎ

প্রতিদিনের বিনোদন আয়োজন...........

বিনোদন জগতের সর্বশেষ খবর

Thursday, November 30, 2017

সালমানের পরবর্তী সিনেমার নায়িকা হচ্ছেন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার

সম্প্রতি মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেছেন ভারতের মানুষী চিল্লার। আর বিশ্ব সুন্দরীর মুকুট জয়ের পরই তাকে নিয়ে বলিউডে শুরু হয়েছে হিসেব কষা।  ইতোমধ্যেই তার কাছে আসতে শুরু করেছে চলচ্চিত্রের অফার। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মানুষীকে নিজের ছবিতে ব্রেক দিতে চান বলিউডের সুলতান খ্যাত সালমান খান। সালমান নাকি মানুষীকে এসকেফ প্রোডাকশনে তাঁর আগামী ছবিতে মুখ্য ভূমিকায় নিতে প্রস্তুত। সেই কাজের প্রক্রিয়াও নাকি শুরু হয়ে গেছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা। এর আগে ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ, জেরিন খানের মতো অভিনেত্রীদের অভিষেক করিয়েছেন সালমান। সেই তালিকায় এখন মানুষীর নাম আসছে। অবশ্য এক সাক্ষাৎকারে মানুষী জানিয়েছিলেন, তিনি আমির খানের সঙ্গে ছবি করতে চান। এখন দেখার বিষয় শেষ অব্দি কি হয়!

No comments:

Post a Comment

loading...