কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘ছেলেমানুষী’ অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছেলেমানুষী’ নির্মাণ করেছেন সাকী ফারজানা। |
বাংলাদেশ ও ভারতের হিন্দু-মুসলমানদের আন্তঃসম্পকের্র ওপর ভিত্তি করে রচিত মানিক বন্দোপাধ্যায়ের ছোটগল্পের ছায়া অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি রাজশাহীর বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে। ভ্যানগগ ক্রিয়েশনের ব্যানারে নির্মিতব্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মোঃ আমজাদ হোসেন ও এতে চিত্রগ্রাহক ছিলেন কিশোর মাহমুদ।
চলচ্চিত্রটি বর্তমানে সম্পাদনা চলছে। বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের হিন্দু-মুসলমানদের পারস্পরিক সম্প্রীতি ও টানাপোড়েন এই ছবির মূল উপজীব্য বলে জানান পরিচালক সাকী ফারজানা। ছবিটির ইংরেজী নাম রাখা হয়েছে ‘দ্য গ্রে লাইন’।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে অরিত্র ও তপস্যা নামক দুই শিশুশিল্পী। ডিসেম্বরের মধ্যে এর সম্পাদনা শেষে জানুয়ারী থেকে দেশের বিভিন্ন স্থানে ও সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক স্বল্পদৈঘ্য চলচ্চিত্র উৎসবেও প্রদর্শনের জন্য চলচ্চিত্রটি পাঠানো হবে জানান ছবিটির পরিচালক।
No comments:
Post a Comment