খোলামেলা পোষাকে উপস্থিতির জন্য সুপরিচিত রয়েছে শার্লিন চোপড়ার! মাঝেমধ্যেই উস্কে দেন ভক্তদের। এবার ফের সরব হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি অর্ধনগ্ন এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর থেকেই শার্লিনের ছবিটি ভাইরাল হয়ে গেছে বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়।
উষ্ণতার সঙ্গে বিতর্কের ওম ছড়াতেও বরাবরই পারদর্শী তিনি। বিগ বসের ঘর থেকে প্লে বয় ম্যাগাজিনের কভার গার্ল, সেখান থেকে আবার‘কামসূত্র থ্রিডি’- শার্লিন চোপড়া মানেই গসিপের ভাণ্ডার।
তবে, টুইটারে তার নগ্ন ফটোশুট নিয়ে তুমুল হইচই হওয়ার পর বেশ কিছুদিন লাইম লাইট থেকে একটু সরেই ছিলেন নায়িকা। কিন্তু শার্লিন চোপড়া যে এখনও কারও থেকে কিছু কম যান না, তা বুঝিয়ে দিলেন তার নতুন ইনস্টাগ্রাম পোস্টেই।
২০ নভেম্বর নিজের ইনস্টাগ্রাম পেজে খোলামেলা ফোটোশুটের একটি ছবি আপলোড করেছেন বিতর্কিত এই নায়িকা। প্রত্যাশিতভাবে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল।
গোটা ছবিটির থিম, ক্রিম রঙা। সেখানে থাই স্লিট একটি ড্রেস পরে শুয়ে রয়েছেন শার্লিন। ছবিটি আসলে বেশ কয়েক বছর আগের।‘প্লে বয়’-এর শুটিংয়ের আগে তোলা হয়েছিল। দুর্দান্ত এই ফটোগ্রাফির জন্য ছবির ক্যাপশনে ফটোগ্রাফার আশিস সোমপুরাকে ধন্যবাদও জানিয়েছেন শার্লিন।
No comments:
Post a Comment