বিনোদন জগৎ

প্রতিদিনের বিনোদন আয়োজন...........

বিনোদন জগতের সর্বশেষ খবর

Saturday, November 25, 2017

বিকিনি শুটে উষ্ণতা বাড়ালেন দীপিকা



তাঁর নাক কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পঙ্গু করার ফতোয়াও জারি হয়েছে। মাথার দাম ধার্য করা হয়েছে ১০ কোটি টাকা। এতকিছুর পরও ‘পদ্মাবতী’ হিসেবে সাধারণ দর্শকদের মন ইতিমধ্যেই জয় করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। তাঁর ‘ঘুমর’-এর তালে মন মজেছে সাড়ে পাঁচ কোটিরও বেশি মানুষের। ‘পদ্মাবতী’ তাঁর জীবনের সবচেয়ে ক্লান্তিকর অভিজ্ঞতা। নিজেই একথা প্রচারে জানিয়েছেন দীপিকা। সেই ক্লান্তিই তিনি কাটালেন ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদের শুটিংয়ে।

No comments:

Post a Comment

loading...