কয়েকদিন
আগেই বড় করে জন্মদিন পালন করা হয়েছিল আরাধ্যার। ৬ বছরের জন্মদিনে মানিশ
মালহোত্রার ডিজাইন করা গোলাপী রঙের জামা ও জুতা পরেছিল আরাধ্যা। কিন্তু জানেন কি,
জন্মদিনের এই পোশাকের দাম কত ? জানা গেছে, আরাধ্যার পোশাকের যা দাম, তাতে ২ দিনের
নিউ ইয়র্ক টুর হয়ে যাবে। আরাধ্যার জুতার দাম প্রায় ২০ হাজার টাকা। আর জামাটাও
প্রায় ৬০ হাজার টাকার মতো। জামা, জুতা মিলিয়ে জন্মদিনের পোশাক প্রায় এক লাখ টাকার।
আরাধ্যার জামাটি ছিল ফ্লোরার প্রিন্টের। দামি লেদার দিয়ে তৈরি হয়েছিল জুতাজোড়া।
আরাধ্যার জন্মদিন উপলক্ষে মানিশ মালহোত্রা জামাটি ডিজাইন করেছিলেন। তবে, এই পোশাক
ছাড়াও জন্মদিনে অফ সোল্ডারের নীল জামায় আরাধ্যাকে দেখা গিয়েছিল।
No comments:
Post a Comment