পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিগ বস
সিজন-১১'তে অনুষ্ঠানের সঞ্চালক বলিউড সুপারস্টার সালমান খানকে সামাজিক যোগাযোগ
মাধ্যমে তুলাধোনা করেছেন নেটিজেনরা। প্রথম থেকেই দর্শকরা ঘরের মধ্যে দু’টি দল তৈরি হয়ে গেছে বলে অভিযোগ করে
আসছিল। এর একদিকে রয়েছে হিনা খানের দল। অন্যদিকে
আরশি খান, শিল্পা শিন্ডে ও বিকাশ গুপ্তরা। ভারতীয় গণমাধ্যমের খবর, দু’টি দল হলেও হিনার শিবিরের লোকদের কেউ না কেউ প্রতি সপ্তাহে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। অপরদিকের শিবিরের লোকজন বুদ্ধির বলে প্রতি সপ্তাহেই ঘরে থেকে যাচ্ছে। আর হিনার দলে একা হিনাই খেলছে। বাকিরা হিনার দ্বারা চালিত হচ্ছেন মাত্র। কিন্তু প্রতি সপ্তাহে ‘উইকেন্ড কে ওয়ার’-এ সালমান খানও কোণঠাসা করছেন হিনা খানকে। আর এর জন্য টুইটারে সালমানকে সমালোচনা করছেন বিগবসের অগনিত দর্শকরা। আরশি ও শিল্পা শিন্ডেকে ‘মোটা’ বলার জন্য হিনার দলের প্রিয়াঙ্ক শর্মাকে একহাত নিয়েছেন সালমান। হিনা প্রিয়াঙ্ককে বাধা দেননি বলে, তাঁকেও কথা শোনাতে ছাড়েননি সালমান। কিন্তু হিনা খানের গায়ের রং নিয়ে মন্তব্য করেও পার পেয়ে গেছেন শিল্পা এবং আরশি। সালমান তাঁদের কিছুই বলেননি। তাই অনেক দর্শক সালমানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে, স্বপ্না চৌধুরী এবং পুনীশ শর্মার মধ্যেও প্রবল তর্ক হয়। পুনীশ স্বপ্নার পেশা সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, এই কথা আরশি খানই প্রথম জানান স্বপ্নাকে। তখন হিনা খানও জানান, তিনিও পুনীশকে এমন বলতে শুনেছেন। এর পরেই রেগে গিয়ে পুনীশের উপরে চড়াও হন স্বপ্না। কিন্তু ‘উইকেন্ড কি ওয়ার’-এ সালমান সম্পূর্ণ ঘটনার জন্য দায়ী করেন হিনা খানকে। পুনীশের কথা অতিরঞ্জিত করে প্রথমে আরশি খানই যে স্বপ্নাকে বলেছিলেন, সেই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেননি সালমান। এ ছাড়া, আরশি ও শিল্পাকে বডিশেমিং করার জন্য প্রিয়াঙ্ককে জবাব দিলেও, আরশি যে প্রিয়াঙ্ককে বার বার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন, সেই ব্যাপারে কড়া হননি সালমান। এতেই ক্ষুব্ধ হয়ে কয়েকজন দর্শক সালমান খানকে ঘিরে বিভিন্ন টুইট আক্রমন করেছেন।
Advertise
Monday, November 27, 2017

দর্শকরা তুলাধুনা করলো সালমান কে !
You May Also Like
- বিগ বস
বিগ বস ১১ চ্যাম্পিয়ন হলো ‘ভাবিজি’ খ্যাত শিল্পা !Jan 17, 2018
- আমির খান
তিন খানের ২০১৮ সালে যে সব ছবি মুক্তি পাবে।Jan 03, 2018
- মানুষী চিল্লার
- বিগ বস
Labels:
বিগ বস,
সালমান খান
Subscribe to:
Post Comments (Atom)
advertise
loading...
No comments:
Post a Comment