বিনোদন জগৎ

প্রতিদিনের বিনোদন আয়োজন...........

বিনোদন জগতের সর্বশেষ খবর

Friday, November 24, 2017

এবার তাপসের সুরে বাংলা গানে ডিজে ব্রাভো

ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়াইন ব্র্যাভোর গানের গলা সম্পর্কে সবার টুকটাক ধারণা হয়েছে। তার গাওয়া ‘চ্যাম্পিয়ন’গানটি এতটাই জনপ্রিয় যে ক্রিকেটার ব্র্যাভোর পাশাপাশি তার সংগীতশিল্পী পরিচয়টা জানতে পারেন অনেকেই। 
তাছাড়া ইউটিউব ঘাঁটলেও ব্রাভো’র গাওয়া অনেকগুলো গান পাওয়া যাবে।
নতুন খবর হচ্ছে, ক্যারিবিয়ান এই অলরাউন্ডার ক্রিকেটার এবার বাংলায় গান গাইবেন। তাপসের সুর ও সংগীতে এই গানের শিরোনাম ‘ভালোবাসি ভালোবাসি’। নিজের ইনস্টাগ্রামে ডোয়াইন ব্র্যাভো একটি ভিডিও আপলোড করেছেন। 
সেখানে দেখা যাচ্ছে, তাপসের সঙ্গে গানটির কিছু অংশ গাইছেন ক্যারিবীয় এই ক্রিকেট তারকা। ব্র্যাভো লিখেছেন, ‘তাপস ফিচারিং ডিজে ব্র্যাভো! কামিং সুন ভালোবাসি ভালোবাসি।’


No comments:

Post a Comment

loading...