জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ঘরে যত ঝগড়া, তত তার টিআরপি। আর বিগ
বস-১১ এই বারের সিজনটি সবথেকে বেশি বিতর্কিত
বলে সবাই মনে করছেন। তাই রাত হতে না হতেই, অধিকাংশ বাড়ির ড্রয়িং রুমেই চলতে থাকে এই রিয়্যালিটি শো। এই শো চলাকালীনই তার মাঝে মাঝে টিভির পর্দায় এসে পড়ে বিপাশা বসু ও তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভারের করা কন্ডোমের বিজ্ঞাপন। আর তাতেই আপত্তি ‘বিগ বস’-এর হোস্ট সালমান খানের।তাই সালমান ‘বিগ বস’ চলাকালীন এই বিজ্ঞাপন সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কালার্স চ্যানেলের ব্রডকাস্টারদের কাছে সম্প্রতি এই অনুরোধ করেছিলেন তিনি। সালমান মনে করেন, বেশির ভাগ মানুষ সপরিবারে ‘বিগ বস’ দেখেন। যেহেতু বিপাশা ও কর্ণের এই বিজ্ঞাপনটি বেশ উত্তেজক, তাই এই বিজ্ঞাপনটি অস্বস্তি
তৈরি করতে পারে। সালমানের এই অনুরোধ মেনে নিয়েছে কালার্স চ্যানেল-ও। আর সেই মতোই বিপাশা ও কর্ণের এই উত্তেজক বিজ্ঞাপনটি ‘বিগ বস’-এর সময়ে দেখানো হবে না বলে জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে।
Advertise
Tuesday, November 28, 2017

“বিগ বস” থেকে বিপাশা-কর্ণের বিজ্ঞাপন বাদ দিলেন সালমান! কিন্তু কেন?
Subscribe to:
Post Comments (Atom)
advertise
loading...
No comments:
Post a Comment