বিনোদন জগৎ

প্রতিদিনের বিনোদন আয়োজন...........

বিনোদন জগতের সর্বশেষ খবর

Sunday, November 26, 2017

“বেড সিন” নিয়ে মুখ খুললেন পাওলি

সিনেমায় বোল্ড ও বেড সিন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পাওলি দাম। পাওলি সবসময়ই সাহসী দৃশ্য করেছেন সিনেমাতে। তা সে বলিউড হোক বা টালিউড। নিজের অভিনয় দক্ষতাকে ফুটিয়ে তুলতে তিনি কোনও দৃশ্যের সঙ্গেই আপোস করেননি। তাকে নিয়ে বিতর্কও কম হয়নি। কিন্তু, এসবের তোয়াক্কা করেন না পাওলি দাম।
শুক্রবার কলকাতায় কনক্লেভ ইস্ট নামের একটি অনুষ্ঠানে এসে পাওলি জানান, তার কোনও সময়ই সিনেমায় আসার ইচ্ছা ছিল না। তিনি বলেন, ‘‌আমার স্বপ্ন সত্যি হয়েছে এটা কোনওদিনই আমি বলব না, কারণ আমি কোনওদিনই অভিনেত্রী হতে চাইনি। আমি এমন একটা পরিবার থেকে এসেছি যেখানে সকলেই শিক্ষাবিদ। আমার মা–বাবাই সব সময় চাইতেন আমি একটু সৃজনশীল কিছু করি। তাই আমার অভিনয়ের পেছনে তাদের অবদান প্রচুর।’‌ ভারতের আজকাল পত্রিকার খবরে বলা হয়, ২০১২ সালে ‘‌হেট স্টোরি’‌র মধ্য দিয়ে বলিউডে পা রাখেন পাওলি। কিন্তু ‘‌হেট স্টোরি’‌র সিকুয়েলসে পাওলিকে আর দেখা যায়নি। পাওলি শুক্রবার অনুষ্ঠানে এসে জানান, হেট স্টোরির পর তার কাছে শুধু বোল্ড ছবি করার প্রস্তাব আসছিল। সে কারণে তিনি ‘‌জুলি ২’‌–এর প্রস্তাবও ফিরিয়ে দেন। ‘‌হেট স্টোরি’‌র সময় পাওলিকে অনেক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়। যা পাওলি দামের কথায় ‘‌বেড সিন।’‌

তাকে প্রশ্ন করা হয় তিনি কীভাবে এইসব দৃশ্যের মহড়া দিতেন এবং ক্যামেরার সামনে অবলীলায় তা করতেন? ‌এ প্রসঙ্গে পাওলি খুব স্পষ্ট করে বলেন, ‘‌আমি জানিনা এ প্রশ্নের উত্তর আমি কী দেব, ছবিতে এটা শুধুমাত্র একটা দৃশ্য। যেমন অন্য দৃশ্য হয় তেমনিই আর কিছুই নয়।’‌

No comments:

Post a Comment

loading...