ভারতের হয়ে মিস ওয়ার্ল্ড জয়ী বিশ্বসুন্দরী মানুষী চিল্লারকে অভিনন্দন জানাচ্ছে গোটা ভারত। একইভাবে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। মাত্র ১৮ বছর বয়সে দুনিয়া জিতে নেওয়া সুস্মিতা সেন টুইট করে বলেছেন, মানুষী তাঁর এবারের জন্মদিন সবচেয়ে স্মৃতিমধুর করে তুলেছে। ১৯ তারিখ ছিল সুস্মিতার জন্মদিন। তাই টুইট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান সদ্য বিশ্বসুন্দরী হওয়া মানুষী চিল্লার। বিমানের মধ্যে তাঁর ও সুস্মিতার একটি ছবিও পোস্ট করেন তিনি। জবাবে সুস্মিতা বলেন, মানুষী শ্রেষ্ঠ হওয়ার জন্যই জন্মেছে, জয়ের এই মুহূর্ত উপভোগ করুক মানুষী। মানুষীর হাসি তাঁর আজও মনে আছে। আর শেষে তাঁর মন ছুঁয়ে যাওয়া বাঙালিয়ানা দুগ্গা দুগ্গা…লাভ ইউ।
Advertise
Friday, November 24, 2017

সুস্মিতা সেন নতুন মিস ওয়ার্ল্ডকে যা বললেন
Subscribe to:
Post Comments (Atom)
advertise
loading...
No comments:
Post a Comment