বিনোদন জগৎ

প্রতিদিনের বিনোদন আয়োজন...........

বিনোদন জগতের সর্বশেষ খবর

Sunday, November 26, 2017

অবিশ্বাস্য! আস্ত ১টি সাপ সানি লিওনের গায়ে! (ভিডিও সহ)

পরনে স্লিভলেস টপ। সঙ্গে টর্ন জিনস। একটা প্লাস্টিকের চেয়ারে বসে স্ক্রিপ্ট পড়ছিলেন সানি লিওন। হঠাৎই সাপ! সানির গায়ে এসে পড়ল আস্ত একটি সাপ! তার পর? স্বাভাবিক ভাবেই ভয় পেয়ে দৌড়ালেন অভিনেত্রী। স্ক্রিপ্ট পরে গেল হাত থেকে। এই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা শেয়ার করেছেন সানি নিজেই। কিন্তু কোথা থেকে হঠাৎ সানির গায়ে সাপ এসে পড়ল? আসলে তার সঙ্গে নিছকই মজা করেছিলেন তাঁর টিমের সদস্যরা। একটি প্লাস্টিকের সাপ ঝুলিয়ে দেওয়া হয় তাঁর মুখের পাশে। আর ভয় পেয়ে সেই সাপকে সত্যি ভেবে দৌড়াতে শুরু করেন সানি। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করেছেন সানির টিমের অন্য এক সদস্য। আর হাসতে হাসতে সেই ভিডিওই শেয়ার করেছেন সানি 


                   (ভিডিও টি দেখতে ক্লিক করুন)

No comments:

Post a Comment

loading...