![]() |
নতুন ছবি ‘বয়ফ্রেন্ড’ এ শাকিব ও শ্রাবন্তী |
ছবির প্রযোজক সেলিম খান গ্লিটজকে বিষয়টি
নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মঙ্গলবার দুপুরে
শাকিব খান ছবিতে সাইন করেছেন। শ্রাবন্তীর সঙ্গেও পাকাপাকিভাবে কথা হয়েছে। শিগগিরই
সাইন করবেন তিনি।” জানুয়ারি থেকে
ঢাকায় ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। এর আগে ‘শিকারী’ চলচ্চিত্রে এ জুটিকে দেখা গিয়েছিল। জাকির হোসেন সীমান্ত ও জয়দেব
মুখার্জী পরিচালিত ছবিটি ভালো ব্যবসা করে বক্সঅফিসে। এ জুটিকে দর্শক ভালোভাবে
গ্রহণ করায় প্রযোজক এ জুটির দিকে ঝুঁকেছেন বলে জানা গেছে। ‘বয়ফ্রেন্ড’ ছাড়াও এই মুহূর্তে শাকিবের হাতে একাধিক চলচ্চিত্র রয়েছে। মঙ্গলবার
সন্ধ্যায় তরুণ পরিচালক রাশেদ রাহার ‘নোলক’ নামে একটি
চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু
হবে।
No comments:
Post a Comment