এবার টেলিভিশনের পর্দায় প্রসেনজিৎ- ঋতুপর্ণা। না, কোনও বিশেষ
দৃশ্যের শুটিংয়ের জন্য নয়। এবার তাঁরা সশরীরে গুরুত্বপূর্ণ ভূমিকায়। ধারাবাহিকের নাম শুভদৃষ্টি। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন গৌরব রায় চৌধুরী এবং ঐশ্বর্যা সেন। অন্য দুই চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত। গৌরব এবং
ঐশ্বর্যার বিভিন্ন সমস্যার মুশকিল আসান করবেন এই প্রাক্তন জুটি। এর আগে এই জুটিকে
ছোটো পর্দার কাজে আলাদা আলাদাভাবে দেখা গেলেও একসঙ্গে এই প্রথম। ধারাবাহিকের গল্প
নিয়ে এখনও তেমন কিছু জানা যায়নি। আগামী বছরের শুরুতেই পর্দায় আসছে এই ধারাবাহিক।
তাই এখনই বিষয়টিকে চমক হিসেবেই রাখছে চ্যানেল এবং টিম শুভদৃষ্টি। সম্প্রতি শহরের একটি স্টুডিওতে শুট করা হয়েছে ধারাবাহিকের টিজার। বাকিটা ক্রমশ প্রকাশ্য।
Advertise
Friday, November 24, 2017

টেলিভিশন পর্দায় এবার প্রসেনজিৎ ও ঋতুপর্ণা
Subscribe to:
Post Comments (Atom)
advertise
loading...
No comments:
Post a Comment